বিশ্ববন্দিত বাঙালি চলচ্চিত্রকার, সঙ্গীতকার, লেখক ও মহাশিল্পী সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে আমাদের শ্রদ্ধার্ঘ্য।
দুই বাংলা, এক বাঙালি --
**শতবর্ষে সত্যজিৎ
এন আর বি কানেক্ট টিভির পাঁচ পর্বের বিশেষ আয়োজন আজ তৃতীয় পর্ব
আজকের দিনে সত্যজিৎ রায়ের প্রাসঙ্গিকতা কী? আমরা দুই বাংলার মানুষ এই মহাশিল্পীর রেখে যাওয়া সৃষ্টি থেকে কী শিক্ষা আজ গ্রহণ করতে পারি? আমাদের নতুন প্রজন্মের কাছে তাঁকে কীভাবে পৌঁছে দিতে পারি? আপনাদের সা��র আমন্ত্রণ জানাই।
আজকের অতিথি : নিউ ইয়র্ক প্রবাসী লেখক, শিক্ষক, মানবাধিকার ও সংস্কৃতিকর্মী ডঃ পার্থ ব্যানার্জী সত্যজিতের চলচ্চিত্র, সাহিত্য ও সঙ্গীত নিয়ে বিশ্লেষণ করেছেন এবং সঙ্গীত পরিবেশনা শিল্পী শ্রেয়সী রায়। সঞ্চালনা সাদিয়া ইসলাম।
যারা অনুষ্ঠানটি দেখতে মিস করেছেন তাদের জন্য চুম্বক অংশ।
পুরো অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন : https://www.facebook.com/nrbconnect.tv/videos/1942464402570806