টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশন নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি পদে মোঃ জাহিদ মিয়া, সাধারণ সম্পাদক পদে লিটন আহমদ এবং বশির চৌধুরীকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে মোট ৫১ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জগলুল খাঁন। সংগঠনের উপদেষ্টা সাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন লিটন আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফউদ্দীন খালেদ। বিশেষ অতিথি ছিলেন লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার মিজান চৌধুরী, আহবাব হোসেন ও জাহেদ চৌধুরী।