শেষ হল চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট। বুধবার দুপুর ২টা ৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হল এবারের হজযাত্রা। পবিত্র হজ পালন করতে ১০৫টি ফ্লাইটে এরি মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ বাংলাদেশি হজযাত্রী। এর আগে,গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন, আর বেসরকারিভাবে ৮০ হাজার ৬৯৫ জন।