স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজান হাওলাদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠটির সাবেক সভাপতি এমদাদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, আব্দুল কাদের ঢালী, জসিম উদ্দিন ব্যাপারী, তুতা কাজী, রফিক হোসেন হাওলাদার,রুবেল খান, ইকবাল হোসেন, জাকির হোসেন জহির ও সেলিম খানসহ অনেকে। সভায় সকলের সম্মতিতে আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে, সভাপতি কবির হোসেন, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বেপারী,সাধারন সম্পাদক মিজানুর রহমান হাওলাদার ও সেলিম খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।