আয়ারল্যান্ডের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বাংলাদেশী কমিউনিটিতে বেশ উৎসব মুখর সময় কাটছে। ডাবলিন, লিমেরিক ও গলওয়েসহ বিভিন্ন শহরে এবার ৯ জন বাংলাদেশী বংশোদ্ভূত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচন করছেন কাউন্সিলর আজাদ তালুকদার। তিনি গেলো ৮শ বছরের ইতিহাসে, মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট অব লিমেরিক শহরের প্রথম অভিবাসী মেয়র।
ডাবলিনের বাসিন্দা আজাদ তালুকদার গেল বার মেয়র নির্বাচিত হয়ে ইতিমধ্যে ইতিহাসের অংশ হয়ছেন। এবারও চষে বেড়িয়েছেন নিজ নির্বাচনী এলাকা। সকল ভোটারদের কাছে তুলে ধরছেন তাঁর গেলো ৫ বছরের কাজের সাফল্য। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কোন সরকারী ভবনে উড়িয়েছেন বাংলাদেশের পতাকাও। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লিমেরিক নগর ভবনকে তিনি সাজিয়েছেন লাল সবুজ রঙে। এই নির্বাচনেও বিজয় আসবে বলে প্রত্যাশা বাংলাদেশী প্রার্থীদের।