পর্নো তারকাকে দেয়া ঘুষের মামলায় দোষী সাব্যস্ত,সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজার রায় ঘোষণা হবে আগামী ১১ই জুলাই। ফৌজদারি এ মামলার রায়ে তার কারাদন্ড হতে পারে বলেও ধারনা করা হচ্ছে। তবে সেই সম্ভাবনা মাথায় রেখেই ট্রাম্প বলেছেন, রায়ে জেল কিংবা গৃহবন্দিত্বের আদেশে তিনি মেনে নিলেও মার্কিনিদের পক্ষে তা মানা কঠিন হবে। তারা সহ্যের শেষ সীমায় চলে যেতে পারে। এক সাক্ষাৎকারে ট্রাম্প তার ঐতিহাসিক ঘুষ মামলার রায় নিয়ে এসব কথা বলেন। এসময়, নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার জেল সমর্থকদের সহ্যের শেষ সীমায় নিয়ে যেতে পারে বলেও সতর্কবার্তা দেন ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে দুই দিনের আলোচনার পর ১২ জুরি ঘুষের মামলায় ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন ট্রাম্পকে।