যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ওঠা সব কয়টি অভিযোগে জুরিরা তার দায় দেখতে পেয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পই দোষী প্রমাণিত হওয়া প্রথম একজন প্রেসিডেন্ট প্রার্থী, যিনি প্রধান একটি দল থেকে দেশটির আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। নিউইয়র্কের আদালতে দুই দিনের আলোচনার পর ১২ জুরি ট্রাম্পকে আলোচিত এ মামলায় ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন। এ মামলায় এখন ট্রাম্পের সর্বোচ্চ চার বছর কারাদন্ড হতে পারে। আগামী ১১ জুলাই এ অপরাধের জন্য ট্রাম্পের সাজার রায় ঘোষণার তারিখ ঠিক করেছেন বিচারপতি জুয়ান মার্চেন। এর তিন দিন পরই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন, যেখান থেকে ট্রাম্পকে প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা।